ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে দুই ম্যাচে মাঠে ছিলেন না লিওনেল মেসি। ইনজুরি মুক্ত হয়ে শনিবার মেজর সকার লিগে মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন। দর্শকদের হতাশ করেননি। মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার দ্বিতীয় মিনিটে গোল করেছেন তিনি। তার গোলের সুবাদে ফিলাডেলফিয়াকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে মায়ামি। মায়ামির হয়ে অন্য গোলটি করেন রবার্ট টেলর। ফিলাডেলফিয়ার হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল গ্যাজডাগ।
এ জয়ের ফলে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। এতদিন শীর্ষে থাকা ফিলাডেলফিয়াকে শীর্ষস্থানচু্যত করেছে তারা। ৫ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট ১৩। ফিলাডেলফিয়ার পয়েন্ট ১২।
মাঠে নামার দ্বিতীয় মিনিটে গোল করেন মেসি। আটবারের ব্যালন ডি অর জয়ী প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ডান দিকে সতীর্থ লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন। ৫৭ মিনিটে তার করা গোলের সুবাদে মায়ামি ২-০ গোলে এগিয়ে যায়। তিন ম্যাচে মেসির এটা দ্বিতীয় গোল।
ফিলাডেলফিয়াকে হারানোর পর ইন্টার মায়ামির পরবর্তী লক্ষ্য কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। বুধবার রাতে বিএমও স্টেডিয়ামে তারা লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হবে। আগামী ৯ এপ্রিল এই টুর্নামেন্টের ফিরতি লেগ নিজেদের মাঠে খেলবে মায়ামি।