উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে নাটকীয় এক জয় পেয়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)কে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে হার্ভে ইলিয়ট করেন এই গোলটি।
মাঠে নেমেই নায়ক হয়েছেন হার্ভে ইলিয়ট। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ৪৭ সেকেন্ড পর গোল পেয়ে যান ইলিয়ট।
ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল পিএসজির। লিভারপুল ম্যাচে একটা মাত্র ভালো শট নিতে পেরেছে। সেই শটেই তারা গোল পেয়েছে। বিপরীতে পিএসজি ২৮টি শট নিয়েছে লিভারপুলের জালে। কিন্তু তাদের সব শট আলিসন নামের দেয়ালে আটকে যায়। এই ব্রাজিলিয়ান গোলরক্ষক চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। অন্তত ৯বার তিনি লিভারপুলকে নিশ্চিত গোল থেকে রক্ষা করেছেন।
লিভারপুলের বিপক্ষে এই হার পিএসজির জন্য বড্ড হতাশার। এ ম্যাচে নামার আগে পিএসজি সর্বশেষ ২০ ম্যাচের ১৮ ম্যাচে জয় পেয়েছিল, দুই ম্যাচে ড্র করেছিল। ফলে একটা প্রত্যাশা নিয়ে নিজেদের মাঠে নেমেছিল তারা। কিন্তু হতাশ হতে হয়েছে তাদের। এই হার তাদের পরবর্তী রাউন্ডে ওঠার পথটা বড্ড কঠিন করে তুলেছে। কেননা ফিরতি লেগের ম্যাচটা অ্যানফিল্ডে খেলতে হবে।