ইনজুরি থেকে মাঠে ফিরেই গোল করলেন বুকায়ো সাকা। আর তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ২-১ গোলে হারিয়েছে ফুলহামকে। আর্সেনালের হয়ে অন্য গোলটা করেছেন মিকেল মেরিনো। ফুলহামের হয়ে ব্যবধান কমান রদ্রিগো মুনিজ।
এ জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আর্সেনাল। ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬১। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৯ ম্যাচে ৭০।
চার মাস বাইরে থাকার পর গতকালই প্রথম খেলতে নেমেছিলেন বুকায়ো সাকা। প্রথমার্ধে তিনি পার্শ্ব বেঞ্চে ছিলেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের দেখা পেয়েছেন সাকা। তার আগে প্রথমার্ধে আর্সেনালকে এগিয়ে নিয়েছিলেন মিকেল মেরিনো। ৩৭ মিনিটে তিনি গোল করেন।
দ্বিতীয়ার্ধে খেলায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। উভয় দলই গোলের একাধিক সুযোগ পায়। গ্যাব্রিয়েল মার্টিনেলির কাছ থেকে বল পেয়ে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার শট বারের ওপর দিয়ে চলে যায়। সুযোগ পেয়েছিল ফুলহামও। তারা ব্যর্থ হয়।
ব্যাপক হর্ষধ্বনির মাঝে মাঠে আসেন সাকা। দর্শকদের হতাশ করেননি তিনি। ৭৩ মিনিটে গোল করেন।