মাঠে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন আগুয়েরো

হার্টের সমস্যা নিয়ে সার্জিও আগুয়েরা খেলা ছেড়েছেন দুই বছর আগে। খেলা হয়নি কাতার বিশ্বকাপেও। কিন্তু প্রিয় বন্ধুকে অন্য ভূমিকায় দলের সাথেই থাকার সুযোগ করে দিয়েছিলেন মেসি।

সেই আগুয়েরো আবারও মাঠে ফিরছেন। ফুটবল খেলবেন। এমনন গুঞ্জন উঠছে। গুঞ্জনের বড় কারণ আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের কোচ কার্লোস তেভেজ তাকে ‘দু’হাতে স্বাগত জানাবেন’ এমন কথার সূত্র ধরে।

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের কার্যক্রম নিয়েই ব্যস্ত আর্জেন্টাইন সাবেক তারকা আগুয়েরো। হঠাৎ গুঞ্জন- আবার মাঠে ফিরছেন তিনি। আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে অনুশীলন শুরু করবেন। তবে আগুয়েরো এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। গুজব বলে জানিয়েছেন।

৩৩ বছর বয়সী আগুয়েরো হার্টের সমস্যার কারণে ২০২১ সালের ডিসেম্বর থেকে মাঠের বাইরে। মাঠে ফেরার সম্ভাবনা সম্পর্কে আগুয়েরো বলেন , ‘এটা পুরোপুরি মিথ্যা। আমি ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে অনুশীলন করছি না।’

আগুয়েরো আরো বলেন, মাঝে মাঝে কিছু গুজব তৈরি হয়। ডাক্তার জানিয়েছেন আমি ভালো আছি। শরীর ভালো রাখাটা গুরুত্বপূর্ণ। তবে প্রথম বিভাগে খেলার জন্য প্রস্তুতি নিতে বা মাঠে ফিরতে হলে আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি গোল করা আগুয়েরো ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। আগুয়েরো সাম্প্রতিক সময়ে এক টুইটে জানিয়েছিলেন, ইন্ডিপেন্ডিয়েন্তের কোচ কার্লোস তেভেজ যদি তাকে আমন্ত্রণ জানায় তাহলে তিনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন।

তার জবাবে তেভেজ জানিয়েছিলেন, আগুয়েরোকে তিনি দুই হাতে স্বাগত জানাবেন।

Exit mobile version