মাত্র দু’টি ম্যাচের পরই বরখাস্ত টেন হ্যাগ

বুন্দেসলিগায় মৌসুমের শুরুটা দুঃস্বপ্নে রূপ নিল এরিক টেন হ্যাগের জন্য। মাত্র দু’টি ম্যাচের পরই তাকে বিদায় জানাল বায়ার লেভারকুসেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে হতাশাজনক অধ্যায় শেষ হওয়ার পর এ বছরের মে মাসে দুই বছরের চুক্তিতে লেভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন ৫৫ বছর বয়সী এই ডাচ কোচ। জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তার স্থলাভিষিক্ত করা হয়েছিল টেন হ্যাগকে। কিন্তু দায়িত্ব নেওয়ার ৬২ দিন পরই শেষ হলো তার লেভারকুসেন অধ্যায়।

ক্লাবের পারফরম্যান্সই এর মূল কারণ। মৌসুমের প্রথম ম্যাচে হোফেনহাইমের কাছে ২-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ১০ জনের ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ৩-৩ ড্র করে মাঠ ছাড়ে লেভারকুসেন। টানা ব্যর্থতায় ক্লাব কর্তৃপক্ষ আর আস্থা রাখতে পারেনি টেন হ্যাগের ওপর।

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সিমন রলফেস বলেছেন, “এটা সহজ সিদ্ধান্ত ছিল না। তবে সাম্প্রতিক কিছু সপ্তাহে স্পষ্ট হয়েছে, এই পরিস্থিতিতে সফল দল গড়া সম্ভব নয়।”
সিইও ফার্নান্দো কারোও একই সুরে বলেন, “মৌসুমের শুরুতেই সম্পর্ক ছিন্ন হওয়াটা বেদনাদায়ক। কিন্তু আমাদের লক্ষ্য পূরণের জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।”

অন্যদিকে টেন হ্যাগ বরখাস্তকে ‘অপ্রত্যাশিত’ আখ্যা দিয়ে বলেন, ক্লাবের সঙ্গে তার সম্পর্ক কখনোই পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠেনি।

মাত্র তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচের পর বিদায়—ফলে লেভারকুসেনে টেন হ্যাগের সময়কাল এখন বুন্দেসলিগার ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত কোচিং অধ্যায় হিসেবে রেকর্ড হয়ে রইল।

Exit mobile version