মাদ্রিদ ডার্বিতে দিয়াজের গোলে জয় রিয়ালের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদের উৎসবের রাতে আতলেতিকোর খেলোয়াড়দের হতাশা

ম্যাচের শুরুতে ব্র্র্র্র্র্র্রাজিলিয়ান তারকা রদ্রিগোর গোল। তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের বয়স আধা ঘন্টা হতেই আর্জেন্টনাইন তারকা আতলেতিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলভারেজের গোলে সমতা আনে। তবে ম্যাচ শেষে রদ্রিদো বা আলভারেজ কেউ নায়ক নন। বরং দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের নায়ক হয়েছেন ব্রাহিম দিয়াজ। ৫৫ মিনিটে তারা করা গোলে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠের খেলায় ২-১ ব্যবধানে জয় পেয়েছে।

সমর্থকরা নিজ নিজ আসনে বসতে না বসতেই রিয়াল মাদ্রিদ সমর্থকরা আনন্দে ভেসে ওঠে। মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো বল ধরে দ্রুতই আতলেতিকো মাদ্রিদের বক্সে ঢুকে যান এই ব্রাজিলিয়ান। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন। যা আটকানোর কোনো সুযোগই ছিল না আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ও’ব্লাকের। চ্যাম্পিয়ন্স লিগে এটি রদ্রিগোর ২৫তম গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো ব্রাজিলিয়ানের এটা পঞ্চম সর্বোচ্চ গোল।

রিয়াল মাদ্রিদের এ গোলের পর খেলায় প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে। ৩২ মিনিটে আতলেতিকোর হয়ে দারুণ এক গোল করেন হুলিয়ান আলভারেজ। বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাম দিকে থেকে দূরের পোস্টে শট নেন তিনি। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া ঝাঁপিয়ে নাগাল পাননি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি আলভারাজের সপ্তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।

প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে শুরু হয় আরো গতিময় ফুটবল। আতলেতিকো মাদ্রিদ এ সময় বেশি উজ্জ্বীবিত খেলা খেললেও ৫৫ মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষপর্যন্ত এই ব্যবধানে তারা জয় নিয়ে মাঠ ছেড়ে যায়।

Exit mobile version