মাদ্রিদ ডার্বিতে বিধ্বস্ত রিয়াল

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে হেরেই গেল রিয়াল। মাদ্রিদের মেট্রোপালিতানো স্টেডিয়ামে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন দলের হয়ে জোড়া গোল করেছেন আল্ভারো মোরাতা।

মাদ্রিদের মেট্রোপালিতানো স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফেভারিট ছিলো রিয়ালই। নতুন মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়েই অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিলো রিয়াল। অন্যদিকে রিয়ালের বিপক্ষে এর আগে ১৪ মাদ্রিদ ডার্বিতে মাত্র একটিতে জয় পেয়েছিলো অ্যাটলেটিকো। নিজেদের সর্বশেষ লিগ ম্যাচটিও তাঁরা ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে ৩-০ গোলে।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই আলভারো মোরাতার গোলে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ১৮তম মিনিটে অ্যান্তোনি গ্রিজম্যানের গোলে ২-০ গোলে পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল বল দখল থেকে শুরু করে আক্রমণ; সবকিছুতেই প্রভাব বিস্তার করে। টনি ক্রুসের পা থেকেই ৩৫তম মিনিটে রিয়াল শিবিরে স্বস্তি ফেরে। ২-১ গোলে প্রথমার্ধ শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মোরাতার দ্বিতীয় গোলে জয়টা এক প্রকার নিশ্চিত করে ফেলেছিলো ডিয়েগো সিমিওনের দল। এরপর ম্যাচে আরো গোলের সুযোগ তৈরী করলেও জালের দেখা পায়নি রিয়াল। ফলে শেষপর্যন্ত হার এড়াতে পারেনি তাঁরা।

এই হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬।

Exit mobile version