ফুটবল যেন লিওনেল মেসির জন্য লেখা গল্পের নাম। বয়স বাড়লেও থেমে নেই তার জাদুকরী ছোঁয়া। এবারের এমএলএস মৌসুমে ধীরগতির শুরু করে ইন্টার মায়ামি, আর মেসিকেও নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু সেই মেসিই গত দুই ম্যাচে দুই জোড়া গোল ও অ্যাসিস্টে দিলেন মুগ্ধতা ফেরানোর জবাব।
রোববার কলম্বাস ক্রু’র বিপক্ষে মায়ামির ৫-১ গোলের জয়টি পুরোপুরিই ছিল মেসি-শো। নিজে করলেন দুটি গোল, করালেন দুটি। আর সেইসঙ্গে গড়লেন নতুন ইতিহাস—৩১ গোল নিয়ে ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন এখন তার দখলে। পেছনে ফেললেন গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোলকে।
ম্যাচের শুরু থেকেই ছিল মায়ামির আগ্রাসী মেজাজ। মাত্র ১৩ মিনিটেই মেসির দুর্দান্ত লং পাস থেকে তাদেও আলেন্দের গোল। এরপর ১৫ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল কন্ট্রোল করে নিজেই গোল করে দেন মেসি। ২৪ মিনিটে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম তুলে পুরো কলম্বাসকে ম্যাচ থেকেই ছিটকে দেন এই আর্জেন্টাইন মহাতারকা।
দ্বিতীয়ার্ধে কলম্বাস একবার ব্যবধান কমালেও ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ এবং শেষ দিকে ফাফা পিকাল্ট গোল করে জয়টা আরও দৃষ্টিনন্দন করেন।
এই জয়ের পর এমএলএস পয়েন্ট টেবিলেও উন্নতি হলো মেসিদের। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তিন নম্বরে। ফিলাডেলফিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও একটি ম্যাচ কম খেলা মায়ামির সামনে সুযোগ শীর্ষে ওঠার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















