মায়ামির জয়রথ থামালো সিনসিনাতি

মেজর সকার লিগ

গোল পাননি লিওনেল মেসি। গোল পাননি তার সতীর্থরা। অন্যদিকে সিনসিনাতি একের পর এক গোল করেছে। ফলে মেজর সকার লিগে মেসির দল ইন্টার মায়ামির জয় রথ থেমে গেছে। বুধবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে হেরেছে মায়ামি। ইভান্ডার জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন জেরার্ডো ভালেনজুয়েলা।

আগের পাঁচ ম্যাচে লিওনেল মেসি দুটো করে গোল করেছেন। প্রত্যেক ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এবার গোল পাননি মেসি, মায়ামিও জয় পায়নি। আগের পাঁচ ম্যাচেই প্রত্যেকটিতে জোড়া গোল পাওয়ায় এ ম্যাচ ঘিরে মেসি ভক্তদের আগ্রহের ব্যারোমিটারে পারদের উচ্চতা ছিল শীর্ষে। তবে সিনসিনাতি পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় এ ম্যাচে মায়ামির সম্ভাবনা নিয়ে আশঙ্কাও কম ছিল না।

মেসি গোল পাননি, তবে গোল পেয়েছেন সিনসিনাতির ইভান্ডার। এ ম্যাচে গোলের মাঝ দিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি। প্রথমার্ধে গোলশূন্য থাকা ইভান্ডার দুটো গোলই করেছেন দ্বিতীয়ার্ধে। এ ম্যাচে জোড়া গোলের সুবাদে ইভান্ডার তার গোলের সংখ্যা নিয়ে গেছেন ১৫তে।

ম্যাচে ব্যবধান কমানোর দারুণ দুটো সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু দুর্ভাগ্য তার। প্রথমবার সিনসিনাতির ডিফেন্ডার লুকাস অ্যাঞ্জেল তার শট ফিরিয়ে দেন। দ্বিতীয়বার মেসির সামনে বাধার দেয়াল হন গোলরক্ষক রোমান কেলেনতানো।

Exit mobile version