মেসি মায়ামির ‘মোস্ট ভ্যালুয়েবল’

গ্রীষ্মে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর পুরো ক্লাবের চেহারাটাই পাল্টে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। হারতে হারতে ক্লান্ত এক ক্লাবকে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ এনে দিয়েছেন তিনি। পুরো মৌসুমে নিজে গোল করেছেন, করিয়েছেনও। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সমানতালে। লিগ কাপ টুর্নামেন্টে বিশ্ব দেখেছে এক অনবদ্য মেসিকে। আর তাইতো এবার সেই সাফল্যের পুরস্কারস্বরূপ দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এলএমটেন।

প্রাপ্তির খাতা আগেই ভরে গেছে মেসির। শুধু বিশ্বকাপ পাওয়াটাই বাকী ছিলো। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ঘোষণা দিয়ে বলেছিলেন আর কিছুই চাওয়া-পাওয়ার নেই তার। কদিন আগেই নিজের অষ্টম ব্যালন ডিঅর জিতেছেন এই কিংবদন্তী ফুটবলার। এবার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।

লিগ কাপে ১০টি গোল করেছেন মেসি। সাথে আছে চারটি অ্যাসিস্টও। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারও তিনিই। একারণে লিগ কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। ২০২৩ মৌসুমে মায়ামির গোলাপী জার্সিতে ১৪ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন মেসি। সাথে আছে আটটি অ্যাসিস্ট। এই জন্য মৌসুমের ইন্টার মায়ামি এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন।

এর আগে ইন্টার মায়ামির এমভিপি পুরস্কার জিতেছেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন ও লুইস মরগান।

চলতি নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই মায়ামি থেকেই আর্জেন্টিনায় পৌছে দলের সাথে যোগ দিয়েছেন লিওনেল মেসি।

Exit mobile version