সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির ইন্টার মায়ামির। মেজর সকার লিগে একটা সময় শীর্ষে থাকলে বতর্মানে চতুর্থ স্থানে নেমে এসেছে দলটি। তবে সুযোগ এসেছে শীর্ষস্থান উদ্ধারের। মূলত নিউইয়র্ক এফসি তাদের সামনে এই সুযোগ এনে দিয়েছে। গত রাতে নিউ ইয়র্ক এফসি হারিয়ে দিয়েছে এফসি সিনসিনাতিকে। সিনসিনাতির এই হার মায়ামির সামনে শীর্ষ স্থান দখলের সুযোগ এনে দিয়েছে।
এফসি সিনসিনাতি পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। অবস্থানটা আরো পোক্ত করার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু গত রাতে নিউইয়র্ক এফসির কাছে হেরে সেই সুযোগ তারা হাতছাড়া করেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নবম মিনিটে হুলিয়ান ফার্নান্দেজের গোল নিউইয়র্কে জয় এনে দেয়।
এই হারের ফলে সিনসিনাতির জয়ের ধারায় ছেদ পড়েছে। গত পাঁচ ম্যাচে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছিল। আর অপরাজিত ম্যাচের সংখ্যা ছিল ছয়। নিউইয়র্কের কাছে হারের ফলে তাদের জয়ের পথে যেমন ছেদ পড়েছে তেমনি হারিয়েছে শীর্ষস্থান।
১১ ম্যাচে সিনসিনাতির পয়েন্ট ২২। সমান ম্যাচে কলম্বাস ক্রু ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলাডেলফিয়া ইউনিয়ন। সিনসিনাতি তৃতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মায়ামি। তবে তারা খেলেছে ১০ ম্যাচ। এগারতম ম্যাচে জয় পেলেই তারা শীর্ষে উঠে আসবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















