মালদ্বীপের পরাজয়ে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো ভারত ও মালদ্বীপ। মাঠের লড়াইয়ে না থাকলেও এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলো বাংলাদেশ দল। ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে মালদ্বীপ। দ্বীপ দেশটির পরাজয়ে ভুটানের মাটিতে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিলো সাইফুল বারী টিটুর ছেলেরা।

গত ২০ সেপ্টেম্বর, শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে গোল হজম করে। ২২ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগে গোল দিয়েও মালদ্বীপের সাথে পয়েন্ট ভাগাভাগি করে।

এদিকে, বাংলাদেশকে টপকে মালদ্বীপের সামনেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে খেলার সুযোগ ছিলো। সেক্ষেত্রে ভারতের সাথে ড্র করার প্রয়োজন ছিলো মালদ্বীপের। কিন্তু উল্টো ৩-০ গোলে হেরেছে মালদ্বীপ। ফলে গোলগড়ে পিছিয়ে থেকে গ্রুপের তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। আর বাংলাদেশ উঠে গেলো শেষ চারের লড়াইয়ে।

‘এ’-গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হলেও ‘বি’গ্রুপের লাইন আপ এখনও চূড়ান্ত হয়নি। চার দলের ‘বি-গ্রুপ থেকে দুই পরাজয়ে শ্রীলঙ্কার বিদায় ঘন্টা বেজে গেছে। চার পয়েন্ট করে সংগ্রহ করে টেবিলের শীর্ষ দুইয়ে আছে ভুটান ও পাকিস্তান।

পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ শ্রীলঙ্কা ও ভুটান তাদের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে নেপাল। সব মিলিয়ে ভুটান ও পাকিস্তানের মতো নেপালেরও সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে।

Exit mobile version