এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচ আগামীকাল। বাংলাদেশ দলও আগামীকাল মাঠে নামবে। এবার হোম ম্যাচ জামাল ভূইয়াদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে ছয়টায়।
গত ১২ অক্টোবর বাংলাদেশের ছিল অ্যাওয়ে ম্যাচ। মালদ্বীপে গিয়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৮৭ মিনিটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ৯২ মিনিটে সাদ উদ্দিনের গোলে ১-১ সমতায় শেষ হয় খেলা। যদিও সেই ম্যাচ জিততে পারতো বাংলাদেশ দল। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিশেষ করে ফাহিম অনেক সুযোগ নষ্ট করেছেন। এবার ঘরের মাঠে নিশ্চয়ই একই ভুল আর বার বার করতে চাইবে না বাংলাদেশ। কারণ ফুটবলাররা খুব ভালো করেই জানে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলে আন্তর্জাতিক ফুটবল থেকে লম্বা সময় বাইরে চলে যেতে হবে।
দ্বিতীয় রাউন্ড হচ্ছে মূল বাছাইপর্ব। প্রথম রাউন্ডের বাঁধা পেরুতে পারলে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে আই গ্রুপে। সেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে। ১৬ নভেম্বর মেলবোর্নে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে। তবে এর সবকিছুই নির্ভর করছে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে পারফরম্যান্সের উপর।
প্রথম লেগের ম্যাচ যেহেতু ড্র হয়েছে তাই বাছাইপর্বের দ্বিতীয় লেগে যারাই জিতবে তারাই দ্বিতীয় রাউন্ডে যাবে। অ্যাওয়ে গোলের সুবিধা থাকলে বাংলাদেশকে ম্যাচ ড্র করলেই চলতো। কারণ মালদ্বীপে গিয়ে এক গোল দিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু সেই নিয়ম এখন আর নেই। নির্ধারিত ৯০ মিনিটে বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ ড্র থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এরপরও অমীমাংসিত থাকলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে।
তবে আশার ব্যাপার হচ্ছে সাম্প্রতিক ভালো ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলা নজড় কেড়েছে সবার। সাফেই আবার বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছিল ৩-১ গোলে। আগামীকাল খেলা আবার ঘরের মাঠে। সেখানে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাবেন দর্শকরা।