ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মাল্টার বিপক্ষে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় মাল্টাকে ৮-০ গোলে হারিয়েছে তারা। বাছাই পর্বে দুই ম্যাচে নেদারল্যান্ডসের এটা দ্বিতীয় জয়।
মেম্ফিস দেপে ও ডনয়েল মালেন দুটো করে গোল করেন। এছাড়া স্কোরশিটে নাম লেখান ভার্জিল ফন ডিক, ঝাভি সিমন্স, নোয়া ল্যাং ও মিকি ফন ডেন ফেন। আট গোলের তিনটি হয় প্রথমার্ধে, বাকি পাঁচ গোল দ্বিতীয়ার্ধের শেষ ৩০ মিনিটে।
এ ম্যাচের জোড়া গোলের মাঝ দিয়ে দেপে একটা কীর্তি গড়েছেন। জাতীয় দলের হয়ে নেদারল্যন্ডসের সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সিকে স্পর্শ করেছেন। উভয়ের গোলসংখ্যা এখন ৫০। এই কীর্তিতে উভয়ের মধ্যে একটা দারুণ মিল রয়েছে। দুইজনেই তাদের ব্যক্তিগত ১০২তম ম্যাচে এই কীর্তি গড়েছেন।
এ জয়ের ফলে ‘জি’ গ্রুপে নেদারল্যান্ডস ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৭ পয়েন্ট নিয়ে ফিনল্যান্ড শীর্ষে। তবে তারা চারটি ম্যাচ খেলেছে। তিন খেলায় ৬ পয়েন্ট নিয়ে পোল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে।
এ ম্যাচে ডাচ কোচ বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখেছিলেন। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে কয়েকজন খেলোয়াড় হলুদ কার্ড পাওয়া তাদেরকে এই ম্যাচে রাখেননি। আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে সব নিয়মিত খেলোয়াড়দের দলে পেতেই তিনি তাদেরকে বাইরে রেখে এ ম্যাচের একাদশ সাজিয়েছিলেন।
গোল উৎসবের নেদারল্যান্ডসের খেলোয়াড়রা
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















