নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানোর অধীনে ইন্টার মায়ামিতে নতুন মৌসুমের অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। গতকাল সোমবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে। তবে আর আগে থেকে খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়।
কোচ মাশ্চেরানো বলেন, আমরা শনিবার থেকে ডাক্তারি পরীক্ষা শুরু করেছি। গতকাল থেকে শুরু হয়েছে আমাদের অনুশীলন। ছুটি থেকে যে অবস্থায় সবাই ফিরেছে তা স্বস্তিদায়ক। প্রথম দিনে যেভাবে কাজ হয়েছে তা ছিল ইতিবাচক।যাহোক সব ব্যাপার ভালোভাবে শুরু হয়েছে।
অন্য সব মৌসুমের মতো ইন্টার মায়ামি এবারও প্রীতি ম্যাচের মাঝ দিয়ে তাদের মৌসুম শুরু করবে। মূল প্রতিযোগিতায় নামার আগে তারা পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর দুটি ম্যাচ নিজেদের মাঠে, বাকি তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে। উত্তর আমেরিকার ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মায়ামির প্রীতি ম্যাচের মিশন। আগামী ১৮ জানুয়ারি এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর তারা পেরুর ক্লাব ইউনিভাসিটারিও’র মুখোমুখি হবে। এ ম্যাচে ২৯ জানুয়ারি পেরুতে হবে।
পানামার ক্লাব স্পোটিং সান মিগুয়েলিতোর মুখোমুখি হবে ২ ফেব্রুয়ারি। পানামা সিটিতে হবে ম্যাচটি। ৮ ফেব্রুয়ারি হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিপক্ষে খেলবে মেসিরা। ইন্টার মায়ামি সর্বশেষ ম্যাচটি খেলবে ১৪ ফেব্রুয়ারি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ অরলান্ডো সিটি।