জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতিমূলক ক্যাম্প থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। জানা গেছে, তার মা গুরুতর অসুস্থ, তাই হঠাৎ করেই মঙ্গলবার রাতে রাঙামাটির নিজ বাড়িতে চলে গেছেন তিনি।
ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলার মাঝপথে গত ১৭ মে ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ঋতুপর্ণা। আগামী জুনে মিয়ানমারে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ বাছাই পর্ব এবং ২৭ মে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি চলছে পিটার বাটলারের অধীনে।
বাফুফে সূত্র জানিয়েছে, ঋতুপর্ণার অনুপস্থিতির কারণ অনুমোদিত ছুটি। সবকিছু ঠিক থাকলে শনিবার আবারও তিনি ক্যাম্পে ফিরে অনুশীলনে যোগ দেবেন। কোচিং স্টাফও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে এবং ঋতুপর্ণার মায়ের সুস্থতা কামনা করছে।
ঋতুপর্ণার সঙ্গে ভুটানের বিভিন্ন ক্লাব থেকে ক্যাম্পে যোগ দিয়েছেন রুপনা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। পিটার বাটলারের অধীনে তারা নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
নারী ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনায় এই ত্রিদেশীয় টুর্নামেন্ট ও এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাফুফে। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে পুরো দল।
