মিনেরাকে উড়িয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে জয় পেয়েছে। রিয়ালের এ জয়ে আর্দা গুলের জোড়া গোল করেন। অন্য তিন গোল করেন ফেডেরিকো ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিঙ্গা ও লুকা মডরিচ।
চতুর্থ সারির দলটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধেই তিন গোল করে। গোল সংখ্যা আরো বাড়তে পারতো। কিন্তু রিয়াল মাদ্রিদের বেশ কিছু প্রচেষ্টা মিনেরার গোলরক্ষক ফ্রান মার্টিনেজ দক্ষতার সঙ্গে রুখে দেন। ফলে কিলিয়ান এমবাপ্পে ও ভালভার্দে স্কোরশিটে নাম লেখাতে পারেননি।
ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ভালভার্দে চমৎকার ভলি শটে স্বাগতিক দর্শকদের হতবাক করে দলকে এগিয়ে নেন। ব্যবধান দ্বিগুন করতে মোটেও বেশি সময় নেয়নি লা লিগার শিরোপা প্রত্যাশী দলটি। ১৩ মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গা ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ তিন গোলে এগিয়ে যায়। আর্দা গুলের করেন তৃতীয় গোলটি।
ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে গুলের তার দ্বিতীয় গোল পান। তার আগে ৫৫ মিনিটে স্কোরশিটে নাম লেখান লুকা মডরিচ।
চতুর্থ বিভাগে মিনেরা শীর্ষে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদও তার লিগ শীর্ষে রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















