শনিবার থেকে সিমন্সের অধীনে বিশেষ ক্যাম্প,
একটানা কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করলেও বিশ্রামের সুযোগ মিলছে না ক্রিকেটারদের। শনিবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘বিশেষ ক্যাম্প’ পরিচালনা করবেন প্রধান কোচ ফিল সিমন্স। সেখানে মূলত ব্যাটারদের নিয়েই কাজ করা হবে বলে জানা গেছে। মিরপুরে সিমন্সের বিশেষ ক্যাম্প, যেখানে আগামী দিনগুলোতে ব্যাটসম্যানদের টেকনিক ও প্রস্তুতি উন্নয়নে বাড়তি মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ দলের বোলিং লাইন বরাবরই ভালো করে আসছে। তবে ব্যাটিংয়ে নেই ধারাবাহিকতা। সেজন্য অনেক ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। এমনকি হারতে হয়েছে আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর কাছে টি-টোয়েন্টি সিরিজ।
তাই ব্যাটিংয়ের উন্নতি আনতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বেশ সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সেই দায়িত্বে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আপাতত বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে এই লম্বা সময় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে রাজি নয় জাতীয় দলের কোচ সিমন্স। তাই সহকারীদের নিয়ে পরিচালনা করবেন বিশেষ ক্যাম্প।
শনিবার শুরু হতে যাওয়া এই ক্যাম্পে থাকবেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা। ক্যাম্প চলতে পারে ১৪ ডিসেম্বর পর্যন্ত। কারণ এরপর বিপিএলের দলগুলোর হয়ে ক্যাম্প করতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















