দারুণ এক জয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করল আর্না স্লটের দল লিভারপুল। মঙ্গলবার রাতে মিলানের সান সিরোয় এসি মিলানকে ৩-১ গোলে হারায় তারা।
ম্যাচে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে পিছিয়ে পড়ার পর ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ফন ডাইকের হেডে প্রথমার্ধেই এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এরপর বিরতির পর ব্যবধান বাড়ান দমিনিক সোবোসলাই।
এদিন ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মিলান। আলভারো মোরাতার বাড়ানো বল ধরে এগিয়ে বক্সে ঢুকে পড়েন পুলিসিক। এরপর ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন চেলসির সাবেক ফরোয়ার্ড।
এরপর ২৩তম মিনিটে সমতার স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। কোনাতে দলকে সমতায় ফেরান। ৪১তম মিনিটে ঠিকই এগিয়ে যায় সফরকারীরা। মোহাম্মদ সালাহর নিচু শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিয়াঁ। সেই কর্নারে হেডে গোলটি করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক।
ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে লিভারপুলকে জয়ের পথে এগিয়ে নেন সোবোসলাই। মাঠের বাম দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন হাকপো। বক্সের মুখ থেকে ভলিতে জাল খুঁজে নেন হাঙ্গেরির অধিনায়ক। বাকি সময়ে একাধিক সুযোগ পায় দুই দলই। তবে কেউ আর গোলের দেখা পাননি।