দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ‘মিস্টার বাংলাদেশ’ মোহাম্মদ নজরুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
গ্যাসট্রিকের সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মিস্টার বাংলাদেশখ্যাত নজরুল ইসলাম। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে আর ফিরতে পারেননি জাতীয় পর্যায়ে স্বর্ণজেতা এই বডিবিল্ডার।
বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক সদস্য ও এশিয়ান জাজ হাজী পেয়ার মোহাম্মদ লিটন জানিয়েছেন, বংশাল বড় মসজিদে বাদ যোহর জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুর সময় তিনি মা, স্ত্রী ও দুই ছেলে রেখে যান।
এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করে আসছিলেন নজরুল ইসলাম। পুরান ঢাকার আরমানিটোলা সরকারী (পাইলট) উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন ও প্রাণিবিদ্যা বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র্র সংসদের সহ ক্রীড়া সম্পাদক ও পরবর্তীতে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেন।