ফুটবল ক্যারিয়ার গড়ার স্বপ্নে বিদেশি ক্লাবের ট্রায়াল দিতে ঘানায় গিয়েছিলেন সেনেগালের ১৮ বছর বয়সী গোলরক্ষক শেখ তোরে। কিন্তু সেই স্বপ্নের যাত্রা শেষ হলো নির্মম পরিণতিতে। প্রতারক চক্রের ফাঁদে পড়ে অপহৃত হন তিনি। পরে নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ না দিতে পারায় প্রাণ হারাতে হলো এই তরুণ ফুটবলারকে। বিষয়টি নিশ্চিত করেছে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেনেগালের ‘এস্প্রি ফুট ইয়েমবেল’ একাডেমির হয়ে অনুশীলন করা তোরে প্রতারকদের কথায় বিশ্বাস করে ঘানায় পাড়ি দিয়েছিলেন উন্নত প্রশিক্ষণের আশায়। সেখানে পৌঁছানোর পরই অপহৃত হন তিনি। পরিবার থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কিন্তু সেই অর্থ সময়মতো না পাওয়ায় তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় শোক নেমে এসেছে সেনেগাল ও ঘানার ক্রীড়াঙ্গনে। শেখ তোরের হত্যাকাণ্ড তদন্তে ইতোমধ্যে দুই দেশের সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। নিহত ফুটবলারের মরদেহ দ্রুত সেনেগালে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















