মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল; কে পাচ্ছে অলিম্পিকের টিকেট?

ভেনেজুয়েলায় চলছে ২০২৪ অলিম্পিকের জন্য ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত ধাপ। অলিম্পিকের টিকেট পাওয়ার লড়াইয়ে অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি শুরু হবে আগামীকাল (সোমবার) রাত ২ টা ৩০ মিনিটে।

ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে ব্রাজিল ড্র করলেও সুযোগ থাকবে অলিম্পিক ফুটবলে যাওয়ার।

ড্রয়ের বৃত্তে বারবার ঘুরপাক খাচ্ছে আলবিসেলেস্তেরা। এর আগে গত শুক্রবার কারাকাসে প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এর আগের ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার সাথে ২-২ গোলে ড্র করেছিলো তাঁরা।

তবে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারলেও পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। আর্জেন্টিনা না পারলেও স্বাগতিক ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে তাঁরা।

দুটি করে ম্যাচ খেলা শেষে শীর্ষে আছে প্যারাগুয়ে। তাঁদের পয়েন্ট ৪। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ১ পয়েন্ট পাওয়া ভেনেজুয়েলার মুখোমুখি হবে তাঁরা। একই দিনে অলিম্পিকে জায়গা পেতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিলও। আর্জেন্টিনার পয়েন্ট দুই ম্যাচ খেলে ২। অন্যদিকে সমান ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট ৩।

Exit mobile version