মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছেন মেসি ও নেইমার

বিশ্বকাপ বাছাই

মেসি ও নেইমার

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে মুখে জল আনা এক ম্যাচ রয়েছে এ মাসে। দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল এ ম্যাচে মুখোমুখি হবে। আগামী ২৫ মার্চ আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দুই দেশের তো বটেই বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের জন্য অপেক্ষা করছে। এই লড়াইয়ের মধ্যে আরও এক লড়াইয়ে রয়েছে। তার জন্যও উম্মুখ হয়ে আছে ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসি ও নেইমারের লড়াই। এই ম্যাচের জন্য তারা নিজেদের প্রস্তুত করছেন। যে কারণে ক্লাব ফুটবল থেকে নিজেদের দূরে রেখেছেন মেসি ও নেইমার। মেসি মেজর সকার লিগে খেলেননি। অন্যদিকে নেইমার সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে খেলেননি।

মেসি গত কয়েকটা ম্যাচে মাঠে নামছেন না। মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেছেন, মেসি সুস্থ আছেন। তবে তার ওপর চাম কমাতে তাকে মাঠে নামানো হচ্ছে না।’

মেসি মায়ামির হয়ে গত ম্যাচের একাদশে না থাকলেও দলে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি তাকে। অন্যদিকে নেইমার আগের ম্যাচে কিছুটা ইনজুরি আক্রান্ত হয়েছিলেন। সে কারণে তাকে এ ম্যাচে মাঠে নামানো হয়নি।

বিশ্বকাপ বাছাই ফুটবলে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৮। তারা রয়েছে পঞ্চম স্থানে।

Exit mobile version