অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি পৌঁছেছে সেমিফাইনালে। বাংলাদেশ সময় রবিবার ভোরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে। কারিজো প্রথমার্ধে এবং সিলভেত্তি দ্বিতীয়ার্ধে গোল করেন।
আগামী ১৫ অক্টোবর ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে মাঠে নামবে। এ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কলাম্বিয়া। তারা নাটকীয় ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অন্য দুই সেমিফাইনালিস্ট এখনো চূড়ান্ত হয়নি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ যুক্তরাষ্ট্র মরক্কোর এবং নরওয়ে ফ্রান্সের মুখোমুখি হবে।
গ্রুপ পর্বে অপরাজিত থাকা আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। মাহের কারিজো নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি খলোয়াড় মাতেও সিলভেত্তি করেন দ্বিতীয় গোলটি। সারকোর পরিবর্তে মাঠে এসেছিলেন তিনি।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ যুব ফুটবলে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। সর্বাধিক ছয়বার শিরোপা জয় করেছে দলটি। কিন্তু কয়েক আসরে খুবই বাজে সময় পার করতে হয়েছে তাদের। সবচেয়ে সফল দলটি গত সাত আসরে একবারও সেমিফাইনালে উঠতে পারেনি। ২০০৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন দলটি ১৮ বছর পর প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছে।
