এবারই যে মেজর লিগ সকার প্রথম হচ্ছে না তা নয়। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের এই লিগের বয়স ৩১ বছর। তবে এবারের মতো এর আগে আর কখনো এমন আলোচনায় আসেনি লিগটি। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে ভিন্ন এক উত্তেজনা তৈরি করেছেন এবারে মেজর লিগ সকার (এমএলএস) এর ফাইনাল ম্যাচ।
আগামী ৬ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে ভ্যানকুয়েভার হোয়াইটক্যাপস। এই দলটিতে আছেন জার্মানির থমাস মুলার। ভ্যানকুয়েভারে মুলারের উপস্থিতি ফাইনাল ম্যাচের উত্তেজনা ব্যারোমিটারে পারদের উচ্চতা আরও বাড়িয়ে দিয়েছে।
লিওনেল মেসি বনাব থমাস মুলার। দুই তারকা এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন তা নয়। এর আগে একাধিকবার তারা মুখোমুখি হয়েছেন। দুইবার মুখোমুখি হয়েছেন বিশ্বকাপে। একবার ২০১৪ সালের ফাইনাল। অন্যবার ২০১০ সালের কোয়ার্টার ফাইনাল। দুইবার মেসিকে হারিয়ে দিয়েছেন থমাস মুলার। সব মিলিয়ে মেসি ও মুলারের মুখোমুখি হওয়া ম্যাচের সংখ্যা দশ। সিংহভাগ সময় শেষ হাসি হেসেছেন মুলার।
এক সাক্ষাতকারে ফাইনাল ম্যাচ বিষয়ে থমাস মুলার বলেন, এটা মুলারের বিপক্ষে মেসির ম্যাচ নয়। এটা ইন্টার মায়ামির বিপক্ষে হোয়াইটক্যাপসের ম্যাচ। এটা ঠিক যে, আমার দল আমার ওপরে যতটা নির্ভরশীল মায়ামি মেসির ওপর তার থেকে অনেক বেশি নির্ভরশীল। কারণ আমাদের দল এক দল হয়ে খেলে থাকে।
