মেয়াদ বাড়লো হাভিয়ের ক্যাবরেরার

এই ডিসেম্বরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা কোচ হাভিয়ের ক্যাবরেরার। স্প্যানিশ এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সন্ধ্যায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির (ন্যাশনাল টিমস কমিটি, বাফুফে) চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের সাথে ক্যাবরেরা যুক্ত হন ২০২২ সালের ৮ জানুয়ারি। পরবর্তীতে এক বছরের জন্য বাড়িয়ে সেই চুক্তির মেয়াদ করা হয় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। এই সময় ক্যাবরেরার অধীনে আট আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের সাফল্য বলতে পাঁচ হারের বিপরীতে এক জয় ও দু’টি ড্র।

অবশ্য গত এক বছর তুলনামূলক ভালো ফলাফল করেছে বাংলাদেশ ফুটবল দল। তার কোচিংয়ে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছিলো জামাল-তপুরা। সব মিলিয়ে ১৩ আন্তর্জাতিক ম্যাচে পাঁচ জয় পায় বাংলাদেশ। এছাড়া চার ড্রয়ের বিপরীতে হেরেছি চার ম্যাচ।

আগের চু্ক্তিতে হাভিয়ের ক্যাবরেরার বেতন ছিলো মাসিক আট হাজার ডলার। এর প্রায় দ্বিগুণ বেতনে চুক্তি নবায়নের দাবী ছিলো স্প্যানিশ এই কোচের।

Exit mobile version