লম্বা একটা ছুটি কাটিয়ে আবার মাঠে নামতে হচ্ছে লিওনেল মেসিকে। আগামী বছরের নতুন মাসের মাঝামাঝি সময়ে একটা প্রীতি ম্যাচে মাঠে নামার ঘোষণা দিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এল সালভাদোরের বিপক্ষে সান সালভাদোরে মায়ামি এক প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছে। বৃহষ্পতিবার মায়ামির দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে ১৯ জানুয়ারি এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আগামী ফেব্রুয়ারিতে এমএলএসে নতুন মৌসুম শুরু হবে। তার আগে এল সালভাদোরের বিপক্ষে ম্যাচটি খেলবে ইন্টার মায়ামি। নুতন মৌসুম শুরু সম্পর্কে দলটির প্রধান সকার অফিসার ও স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, আমরা আনন্দের সঙ্গে প্রাক মৌসুমের পরিকল্পনা ঘোষণা করছি। আমরা এল সালভাদোরের বিপক্ষে ম্যাচ খেলার জন্য উম্মুখ হয়ে আছি। আমাদের দলের খেলোয়াড়দের জন্য এ ম্যাচটি দারুণ একটা পরীক্ষা হবে।
ফিফা বিশ্ব র্যাংকিংয়ে এল সালভাদোরের অবস্থান ৭৮ নম্বরে। সম্প্রতি তারা নিজেদের মাঠে কুরাকাওয়ের সঙ্গে ড্র করেছে। অ্যাওয়ে ম্যাচেও ফল অপরিবর্তিত ছিল।
লিওনেল মেসিকে দলে নেওয়ার পর ইন্টার মায়ামি দারুণ একটা মৌসুম পার করলেও শেষটা তাদের ভালো হয়নি। মেসির রেকর্ড সংখ্যক অষ্টমবার ব্যালন ডি অর জয়ের উৎসব পালনে গত ১০ নভেম্বর দলটি একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিল। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচটির ফল মোটে তাদের জন্য স্বস্তির ছিল না। এর আগে গত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে হেরেছিল তারা।
মৌসুমের শেষ সময়টা ভালো না কাটলে ইন্টার মায়ামির জন্য বছরটা দারুণ ছিল বলাই যায়। মেসিকে দলে ভিড়িয়েই প্রথমবারের মতো লিগ কাপ জয় করে তারা। মেসির খেলা দেখতে মায়ামির সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছে। তাইতো ২০২৪ সালের মৌসুমী টিকিটের হাহাকার শুরু হয়েছে। মৌসুমী টিকিট বিক্রি শুরু হতে না হতেই সব বিক্রি শেষ।