প্যারিস সেন্ত জার্মেইয়ে লিওনেল মেসিকে সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ঈর্ষা করতেন বলে জানিয়েছেন তাদেরই আরেক সতীর্থ নেইমার। পিএসজির বড় ম্যাচগুলোতে এই অহমিকা বাজে প্রভাব পড়তো বলে জানিয়েছেন নেইমার। ব্রাজিলের সাবেক তারকা রোমারিও’র এক অনুষ্ঠানে নেইমার এমন মন্তব্য করেন।
নেইমার আরও বলেন, আমার সঙ্গে এমবাপ্পের কোনো সমস্যা ছিল না। তার সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। কিন্তু যখন মেসি আমাদের ক্লাবে যোগ দিল তখন সমস্যা তৈরি হলো। এমবাপ্পে ঈর্ষান্বিত হয়ে উঠলো। আমার সঙ্গে তার জুটি বিচ্ছিন্ন হোক এটা সে মানতে চাইছিল না। সেখানে কিছু ঝামেলা তৈরি হলো।
নেইমার আরও বলেন, অহমিকা থাকা ভালো। তবে ফুটবল মাঠে একা কিছু করা যায় না। যারা আপনার পাশে আছে তাদের কাছ থেকে সহায়তা পাওয়া দরকার। অহমিকা প্রায় সর্বত্রই আছে। যদি মাঠে আপনার সঙ্গে কেউ না দৌড়ায়, আপনাকে কেউ সহায়তা না করে তাহলে জয় পাওয়া কঠিন।
২০১৭ সালে এমবাপ্পে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। একই বছর নেইমার বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন। ২০২১ সালে তাদের সঙ্গে যোগ দেন মেসি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য ছিল তাদের। কিন্তু পিএসজিতে তারা এই ট্রফি এনে দিতে পারেননি। সময়ের সঙ্গে এখন আর তারা এক সঙ্গে নেই। তিনজনের ঠিকানা তিন দেশে। এমবাপ্পে স্পেনে, নেইমার সৌদি আরবে আর মেসি যুক্তরাষ্ট্রে।