২০২৬ বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের খেলা এখনো শেষ হয়নি। প্রত্যেক দলের দুটো করে ম্যাচ বাকি। আগামী মাসে সেই ম্যাচগুলো অনুষ্ঠিত। অন্য দলগুলোর মতো আর্জেন্টিনারও দুটো ম্যাচ বাকি। এরই মধ্যে অবশ্য তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। তারপরও সেপ্টেম্বরের ম্যাচ নিয়ে তাদের উদ্বেগের শেষ নেই। এই উদ্বেগের নামদলটির অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা শেষ দুই ম্যাচে একটি নিজেদের মাটিতে খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অন্য ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। এ খেলাটি হবে খেলবে ইকুয়েডরের মাটিতে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি নিয়েই আর্জেন্টাইনদের সব উদ্বেগ। এ ম্যাচটি হয়তো দেশের মাটিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ। এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে লিগস কাপে খেলার সময় ইনজুরি আক্রান্ত হয়েছেন মেসি। ইনজুরিটি প্রথম দিকে বেশ মারাত্মক আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির ইনজুরি নিয়ে শঙ্কার কিছু নেই। তবে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এই ‘বেশ কিছুদিন’ শব্দ দুটো আর্জেন্টিনার সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও এখনো এক মাস সময় রয়েছে, তারপরও আর্জেন্টাইন সমর্থকদের দুঃশ্চিন্তা যাচ্ছে না। এ সময়ে মেসি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই তাদের উদ্বেগ।
তবে এটি নিশ্চিত যে, ইন্টার মায়ামির হয়ে মেসির সামনের একাধিক ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। লিগস কাপে যেমন খেলা হবে না, তেমনি মিস করবেন মেজর সকার লিগের ম্যাচ। এখানে যত সময় মেসি মাঠের বাইরে থাকবেন তত সময় মেসিভক্তদের উদ্বেগে কাটবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















