বার্সেলোনার হয়ে নতুন এক কীর্তি গড়েছেন রবার্ট লেভানদোভস্কি। সেই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার সাবেক দুই তারকা লিওনেল মেসি ও রোনালদিনহোকে।
লা লিগায় সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেছেন লেভানদোভস্কি। এই জোড়া গোলেই বার্সেলোনার হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন এই পোলিশ স্ট্রাইকার। মাত্র ৭৯ ম্যাচে তিনি এই মাইলফলকে পৌঁছেছেন। বার্সেলোনার হয়ে তৃতীয় দ্রুততম গোলের হাফ সেঞ্চুরিয়ান তিনি।
লিওনেল মেসির এই কীর্তিতে পৌঁছাতে খেলতে হয়েছিল ১১৭ ম্যাচ। আর রোনালদিনহোর দরকার হয়েছিল ১০৮ ম্যাচ। লেভানদোভস্কির চেয়ে কম ম্যাচে এই কীর্তিতে পৌঁছেছেন লুইস সুয়ারেজ ও স্যামুয়েল ইতো। বার্সেলোনার হয়ে এই দুই সাবেক তারকা মাত্র ৬৮ ম্যাচে ৫০ গোল করেছিলেন।
৩৫ বছর বয়সি লেভানদোভস্কি ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন।