বয়স আটত্রিশ হলেও মাঠের মধ্যমণি তিনি। ম্যাচ সেরার পুরস্কারটা তার জন্য অনেকটা ধরাবাধা। সেই লিওনেল মেসিকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তাকে দলে পেতে যে কোনো প্রস্তাবে সম্মত বলে জানিয়েছে ক্লাবটি। তবে মেসি কি করবেন সে বিষয় এখনো রহস্য রয়ে গেছে।
চলতি বছরের ডিসেম্বরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। তখন ইউরোপে ফিরতে পারেন এই আর্জেন্টাইন। তাকে আবার দেখা যেতে পারে বার্সেলোনায়। ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে শানিয়ে নিতে এমন সিদ্ধান্ত নিতে পারেন বিশ্বকাপ জয়ী এ তারকা। কিছুদিন আগে এমন ছিল মেসি ভক্তদের যুক্তি।
অন্য একটা সূত্র জানায়, ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। তাই বিশ্বকাপের আগে কোথায় খেলবেন, মায়ামি ছাড়বেন কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
এদিকে বিবিসি জানিয়েছে, মেসি মায়ামির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন। দুই পক্ষের আলোচনা সেইভাবে সামনে এগিয়ে যাচ্ছে।
এদিকে লেকিপ জানিয়েছেন, সৌদি আরব মেসিকে চায়। তাদের সঙ্গে মেসির আলোচনাও চলছে। মেসিকে দলে ভেড়াতে সৌদি ক্লাবটি সম্ভাব্য সবকিছু করবে। মেসিকে দলে নিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছে সৌদি ক্লাব। ২০২৩ সালে মেসি পিএসজি ছাড়ার পর তাকে দলে পেতে চেয়েছিল সৌদি আরবের বিভিন্ন ক্লাব। তাদের সব লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে মায়ামিকে বেছে নিয়েছিলেন মেসি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















