কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ রাউন্ড অব সিক্সটিনে শুভ সূচনা করেছে ইন্টার মায়ামি। শুক্রবার সকালে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে কাভালিয়ার এফসির বিপক্ষে প্রথম লেগের খেলায় তারা ২-০ গোলে জয় পেয়েছে। তাদেও আলেন্দে ও লুই সুয়ারেজ গোল দুটো করেছেন। উভয় গোলই হয় দ্বিতীয়ার্ধে।
আগামী ১৩ মার্চ ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে। দুই লেগ মিলে এগিয়ে থাকা দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে তারা লস অ্যাঞ্জেলস ও কলম্বাস ক্রুর মধ্যে খেলায় জয়ী দলের মোকবেলা করবে।
নিজেদের মাঠের খেলায় আজ মায়ামির হয়ে লিওনেল মেসি মাঠে নামেননি। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে থাকলেন মেসি। কোন ইনজুরির কারণে মেসিকে বাইরে রাখা হয়নি। দলের কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, তার ওপর থেকে চাপ কমানোর জন্য এ ম্যাচেও তাকে বাইরে রাখা হয়েছে।
আগামী ১৩ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ফিরতি লেগের ম্যাচ খেলার আগে মায়ামি আরো একটা ম্যাচ খেলবে। এটি মেজর সকার লিগের ম্যাচ। ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য এ ম্যাচে তাদের প্রতিপক্ষ শার্লট এফসি।