মেসিতে ভর করে সেমিতে মায়ামি

চ্যাম্পিয়ন্স কাপ

গোল করার পর সন্তানদের সান্নিধ্যে মেসি

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেই অবস্থায় আবার ত্রাতা হলেন মেসি। পিছিয়ে পড়েও দলকে জেতালেন, নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে। প্রথম লেগে ১-০ গোলে হারা এবং ফিরতি লেগে ১-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে মায়ামিকে ৩-২ গোল গড়ে জিতিয়ে সেমিতে পৌঁছে দিয়েছেন। গত রাতে ফিরতি লেগের ম্যাচে তার জোড়া গোলে মায়ামি এলএএফসি’র বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।

বুধবার রাতে মায়ামির মাঠে অনুষ্ঠিত ম্যাচে মায়ামিকে চমকে দিয়েছিল এলএএফসি। ম্যাচের শুরুতে আরন লং গোল করে এলএএফসিকে এগিয়ে নিয়েছিলেন। এ গোল মায়ামির বিপদকে দ্বিগুন করে দেয়। কেননা সেমিফাইনালে খেলতে হলেও মায়ামিকে তখন অন্তত তিন গোল করতে হবে। সেই কঠিন পথ পার হয়ে মেসি মায়ামিকে নিয়ে গেছেন সেমিফাইনালে।

প্রথমার্ধেই মিসে তার দলকে উদ্ধার মিশন শুরু করে। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান কমান। ৬১ মিনিটে ফেডেরিকো রেদন্দো গোল করে গোল ব্যবধান সমান করেন। আর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল মেসি ইন্টার মায়ামির সমর্থকদের বুকে চেপে থাকা পাথরটি সরিয়ে দেন। দল পৌঁছে যায় সেমিতে। মায়ামির হয়ে সব ধরণের প্রতিযোগিতায় এটা ছিল মেসির ৪২তম গোল।

Exit mobile version