মেসিদের বিদায় করা সেই আটলান্টার বিদায়

এমএলএস ইস্টার্ন কনফারেন্স প্লে অফ থেকে লিওনেল মেসির দলের বিদায় ঘন্টা বাজিয়েছিল আটলান্টা ইউনাইটেড। সেমিফাইনাল থেকে সেই আটলান্টার বিদায় হয়েছে। আজ সকালে সেমিফাইনালে তারা অরলান্ডো সিটি ক্লাবের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে। ম্যাচের অরলান্ডোর হয়ে একমাত্র গোলটি করেন রামিরো এনরিক।

এ জয়ের মাঝ দিয়ে ২০১৫ সালে এমএলএস প্লে অফ শুরুর পর এই প্রথম অরলান্ডো সিটি কনফারেন্সের ফাইনালে পৌঁছেছে। কনফারেন্সে ফাইনালে চারটি দল খেলবে। অরলান্ডো মুখোমুখি হবে নিউ ইয়র্ক রেড বুলসের। অন্যটিতে মুখোমুখি হবে সিয়েটল সাউন্ডার্স ও এলএ গ্যালাক্সী। এই দুই ম্যাচ আগামী ৩০ নভেম্বর মাঠে গড়াবে। দুই ম্যাচের জয়ী দল আগামী ৭ ডিসেম্বর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

আটলান্টা ইউনাইটেড প্লে অফে ব্যাক টু ব্যাক ম্যাচ জয়ের মাঝ দিয়ে সেমিফাইনালে উঠে এসেছিল। লিওনেল মেসির দল তিন ম্যাচের প্লে অফের প্রথমটিতে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরে যায়। তবে এ ম্যাচে অরলান্ডো অধিকতর ভালো খেলে জয় পায়। বিশেষ করে প্রথমার্ধে তারা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে। তারই সুবাদে গোলও পেয়েছে। যা তাদের জয় নিশ্চিত করে।

Exit mobile version