মেসির বাড়িতে হামলার প্রতিবাদ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

হরমনজোনিত বিরল রোগে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শৈশবেই বাবা-মায়ের সাথে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমান আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। ২০২১ সাল থেকে পিএসজিতে যোগ দেয়ার আগ পর্যন্ত বার্সেলোনাই ছিলো বিশ্বকাপজয়ী তারকার ঘর-বাড়ি। বার্সেলোনার ইবিজায় মেসির একটি বাড়িও আছে। সম্প্রতি এই বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তার প্রতিবাদ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই বলেছেন, নিশ্চিতভাবেই এটি স্পেনের কমিউনিস্টদের কাজ। শুধু তাই নয় দেশটিতে বসবাসরত সকল আর্জেন্টাইন নাগরিকেরও নিরাপত্তা চেয়েছেন তিনি।

এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় মিলেই বলেন, জলবায় পরিবর্তনের অবসান ঘটাতে আন্দোলন করা স্পেনের কমিউনিস্টরা মেসিসহ সেখানকার ধনীদের হত্যা করতে চায়। তারই অংশ হিসেবে মেসিরে বাড়িতে হামলা চালিয়ে সেটি ধংস করে দিতে চেয়েছে। স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের কাছে এক বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট মেসিসহ আর্জেন্টিনার নাগরিকতের নিরাপত্তা চেয়েছেন।

Exit mobile version