মেজর সকার লিগে চার ম্যাচে তৃতীয় গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তবে তার এ গোল দলকে জয় এনে দিতে পারেননি। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে টরেন্টো এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ১-১ গোলে ড্র করেছে।
এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগির ফলে শীর্ষস্থান হারিয়েছে ইন্টার মায়ামি। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। তাদেরকে পেছনে ফেলে শীর্ষস্থান রয়েছে কলম্বাস ক্রু। তাদের পয়েন্ট ১৫।
ম্যাচে হারটা ইন্টার মায়ামির হার নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথমার্ধের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ফেডেরিকো বার্নারডেসচি গোল করে টরেন্টোকে এগিয়ে নেন। তবে এ গোলের আনন্দটা খুব বেশি সময় উপভোগ করতে পারেনি। অন্যভাবে বললে এ গোলের ভার বেশি সময় বইতে হয়নি মায়ামিকে। কেননা তিন মিনিট পরই মায়ামি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গোল করেন লিওনেল মেসি।
মায়ামির হয়ে সব ধরণের ম্যাচে লিওনেল মেসির এটা ৪০তম গোল। মায়ামির হয়ে এ মৌসুমে এ পর্যন্ত চার ম্যাচে মাঠে নেমেছেন মেসি। এ সব ম্যাচে মায়ামি অপরাজিত রয়েছে।
আগামী শনিবার টরেন্টো মুখোমুখি মিনেসোটার বিপক্ষে খেলবে। অন্যদিকে মায়ামির প্রতিপক্ষ শিকাগো ফায়ার। রোববার মাঠে গড়াবে এ ম্যাচটি।