চোট কাটিয়ে মাঠে ফিরেই টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্রের মেজর লিগের প্রথম প্লে-অফের ম্যাচে ভক্তদের সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। কিন্তু এবার ভক্তদের সেই আশা পূর্ণ হয়নি। কারণ এ ম্যাচে মেসির পায়ে গোল আসেনি।
মেসির গোল ছাড়াই তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি। শনিবার সকালে ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলের ব্যবধানে।
এ ম্যাচে মায়ামির হয়ে গোল দুটি লুইস সুয়ারেজ ও জর্দি আলবার। তবে মেসি গোল না পেলেও ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে মেসির সহায়তাতেই। এ জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল মায়ামি।
চেজ স্টেডিয়ামে এদিন খেলা শুরুই হয় লুইস সুয়ারেজের গোলের মধ্য দিয়ে। ম্যাচের দুই মিনিটের মাথায় বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। তবে আক্রমণের ধারা অব্যহত রেখে খেলার ২৬ মিনিটে গোলে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি মেসি। এরপর মায়ামি ব্যবধান বাড়াতে না পারলেও ম্যাচে ৩৯ মিনিটে সমতা ফেরায় আটলান্টা।
এরপর প্রথমার্ধের বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠেন মায়ামি। অবশেষে খেলার ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মায়ামি পেয়ে যায় জয়সুচক গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে মায়ামি পেয়ে যায় ২-১ গোলের জয়। তিন ম্যাচের প্লে–অফের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ নভেম্বর ভোর ৫টায়। এরপর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















