মেসির গোল
মেজর লিগ সকার কাপের প্লে অফের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রবিবার ভোরে নাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-২ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ফলে প্লে অফের তৃতীয় ম্যাচ এখন কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। আগামী ৮ নভেম্বর এ ম্যাচ মাঠে গড়াবে। এ ম্যাচে যারা জয় পাবে তারাই সেমিফাইনালে পৌঁছাবে।
প্রথম ম্যাচে ইন্টার মায়ামি নিজেদের মাঠের খেলায় ৩-১ গোলে জয় পেয়েছিল। এ ম্যাচে জয় পেলে মায়ামি সেমিফাইনালে পৌঁছে যেত। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের শুরুতেই ইন্টার মায়ামি পিছিয়ে পড়ে। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুরিজ। বিরতির আগেই আরো এক গোল হজম করে ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে থাকা মায়ামির তখন পরবর্তী রাউন্ডের খেলার পথ ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। অবশেষে ম্যাচের শেষ মুহুর্তে এক গোলের দেখা পায় তারা। লিওনেল মিসে ৯০ মিনিটে গোল করে ব্যবধান কমান।
২০২১ সালের পর এই প্রথম নাশভিলে মেজর লিগ সকার কাপের প্লে অফে জয়ের দেখা পেল। সে সময় তারা প্রথম রাউন্ডে নিজেদের মাঠের খেলায় অরলান্ডোকে ২-১ গোলে হারিয়েছিল। ২০২৩ সালের পর ১৭ মে’র পর ইন্টার মায়ামির বিপক্ষে এটা নাশভিলের প্রথম জয়।
ম্যাচে হার ইন্টার মায়ামির জন্য দুর্ভাগ্য বলা যায়। মায়ামি নাশভিলের জাল লক্ষ্য করে ১০টি শট নিয়েছে। সেখানে মায়ামির জালে নাশভিলে নিয়েছিল ৯ শট। কম শট নিয়ে গোল বেশি করেছে তারা।
