মেসির জার্সি এস্তেবানের জীবনে সেরা প্রাপ্তি

ইন্টার মিয়ামি ও নিউওয়েলস ওল্ড বয়েজের ম্যাচের উত্তেজনা শেষ হয়েছে। বহুল প্রতীক্ষিত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মিয়ামির হয়ে শ্যানিডার বোর্গেলিন গোল করেন। ফ্রাঙ্কো মার্টিন ডিয়াজ গোল পরিশোধ করেন।

তবে আনন্দের শেষ নেই নিউওয়েলস ওল্ড বয়েজের  খেলোয়াড় এস্তেবান ফার্নান্দেজের। গোল করেননি, গোলের রূপকারও ছিলেন না-তারপরও তার আনন্দের সীমা না থাকার কারণটা কি? তরুণ এই খেলোয়াড় সারা জীবন পরবর্তী প্রজম্মের কাছে গল্প করার এক উপলক্ষ যে পেয়ে গেছেন। মেসির জার্সিটা যে এখন তার হাতে। বিশ্বকাপ জয়ী এ তারকার জার্সি পেয়ে আনন্দে ভাসছেন তিনি।

প্রীতি ম্যাচ হওয়ায় ম্যাচের ফল অতটা গুরুত্ব বহন করেনি। ফলে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিউওয়েলস ওল্ড বয়েজের খেলোয়াড়রা মেসির সঙ্গে ছবি তুলতে শুরু করেন। মেসি তাদের হতাশ করেননি। একের পর এক খেলোয়াড়রা মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। ছবি তোলার জন্য মেসির কাছে আসার পর জার্সি পাওয়ার সুযোগটি হাতছাড়া করতে চাননি এস্তেবান। মেসির কাছে এসে জার্সিটা পাওয়ার আশা ব্যক্ত করেন।

মেসির জার্সি পেয়ে এস্তেবানের হাসি আর থামছে না। ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে তার মুখে ছিল মুক্ত ছড়ানো হাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির জার্সি হাতে হাসিমুখে ছবিও পোস্ট করেছেন তিনি।

Exit mobile version