মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

গোল্ডেন বুট ট্রফি পাওয়ার পর আবার আলো ছড়ালেন লিওনেল মেসি। শুক্রবার রাতে মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফের উদ্বোধনী ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করেছেন অধিনায়ক মেসি।

ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবার মেসির হাতে তুলে দেন ২০২৫ সালের গোল্ডেন বুট পুরস্কার। এ সময় তিনি মেসির প্রশংসা করে তিনি বলেন ‌মেসি এই লিগের গতিপথই পাল্টে দিয়েছেন। আমরা কখনও কল্পনাও করিনি মেসি এমনভাবে ক্লাব, শহর এবং লিগকে বদলে দেবেন। তার তিন বছরের নতুন চুক্তি আমাদের জন্য সত্যিকারের উপহার।’

একদিন আগেই ইন্টার মায়ামি ঘোষণা দেয়, মেসি ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের নতুন চুক্তি করেছেন। নতুন চুক্তি অনুসারে ২০২৮ সাল পর্যন্ত মেসি মায়ামিতে খেলবেন।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এবার প্রথম জিতলেন গোল্ডেন বুট। ২৯ ম্যাচে ২৮ গোল করে এই প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছেন মেসি। লিগে সর্বাধিক গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্টও করেছেন মেসি, যা তাকে মৌসুমের সহ-অ্যাসিস্ট লিডার করেছে।

২০২৩ সালে দলে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে এনে দেন ঐতিহাসিক লিগস কাপ। এরপর ২০২৪ সালে দলকে জিতিয়েছেন সাপোর্টার্স’ শিল্ড এবং গড়েছেন এমএলএস ইতিহাসে সর্বাধিক পয়েন্টের রেকর্ড।

গত বছর এমভিপি জেতা মেসি এবারও সেই পুরস্কারের অন্যতম ফেভারিট। যদি তিনি ২০২৫ সালের এমভিপি জেতেন, তবে হবেন এমএলএস ইতিহাসে পরপর দুইবার এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড়।

Exit mobile version