মেজর সকার লিগে কলম্বাস ক্রুকে উড়িয়ে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির চমৎকার পারফরম্যান্সের সুবাদে তারা ৫-১ গোলে জয় পেয়েছে। মেসি জোড়া গোল করেছেন, আর অন্য তিন গোলের রূপকার ছিলেন।
এ জয়ের ফলে ইন্টার মায়ামি ১৫ ম্যাচ থেকে ভান্ডারে জমা করেছে ২৬ পয়েন্ট। অবস্থান ষষ্ঠ স্থানে। ১৬ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে কলম্বাস ক্রু রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩। তারা খেলেছে ১৬ ম্যাচ। একটা ম্যাচ হাতে থাকায় ইন্টার মায়ামির তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে।
লিওনেল মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, তাদেও অ্যালেন্দে ও ফাপা পিকাল্ট গোল করেছেন। মেসি ১৫ ও ২৪ মিনিটে গোল করেন। তবে গোলের সূচনা করেছিলেন তাদেও অ্যালেন্দে। মেসি গোল করার দুই মিনিট আগে অ্যালেন্দে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে গোল করেন সুয়ারেজ ও পিকাল্ট।
এ ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন মেসি। দুই ম্যাচে তার গোল চার।
এবারের জয়ের মাঝ দিয়ে ইন্টার মায়ামি টানা দ্বিতীয় ম্যাচ জয় পেল। এর আগে তারা টানা চার ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। এ জয়ের ফলে বিশ্ব ক্লাব কাপের আগে মায়ামির প্রস্তুতিটা স্বস্তিকর হয়েছে বলা যায়। আগামী ১৪ জুন তারা মিসরের আল আহলি ক্লাবের মুখোমুখি হবে। এ ম্যাচের মাঝ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নুতন আসর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















