ক্লাব বিশ্ব কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ত জার্মেই ও ইন্টার মায়ামি। দুই দলের মধ্যে পার্থক্য ব্যাপাক। প্যারিস সেন্ত জার্মেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন দল। ফাইনালে ইন্টার মিলানের মতো শক্তিশালী দলকে বিধ্বস্ত করেছিল তারা। সে তুলনায় ইন্টার মায়ামি শক্তির অনেক কম।
তবে এসব ভাবতে রাজি নয় মায়ামি। ব্যাপক পার্থক্য সত্ত্বেও এ ম্যাচ নিয়ে আলোচনার একমাত্র কারণ লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী তারকা মেসি থাকায় ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে উম্মাদনা। সে সঙ্গে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ইন্টরার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানোও জানেন দুই দলের পার্থক্যের বিষয়টি। শনিবার কোচ মাশচেরানো বলেন, এটা পরিস্কার যে, আমরা মোটেও শক্তিশালী দল নই। আমরা তুলনামূলক দুর্বল দল। কিন্তু তার মানে এটা নয় যে, আমরা হাল ছেড়ে দিয়েছি। তবে লড়াই করবো। আমরা আমাদের সেরা লড়াই করবো।
ক্লাব বিশ্ব কাপের এ ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট প্যারিস সেন্ত জার্মেই। অন্তত টুর্নামেন্টের পরিসংখ্যান সে কথা বলছে। টুর্নামেন্টে পিএসজি গোল করেছে ছয়টি, মায়ামির গোলের সংখ্যা ৪। পিএসজির গোল পার্থক্য পাঁচ, মায়ামির এক। অর্থাৎ পিএসজি গোল হজম করেছে একটি, মায়াটি তিনটি। যার মাধ্যমে এটা পরিস্কার যে, মায়ামিল তুলনায় পিএসজির আক্রমণভাগ যেমন শক্তিশালী তেমনি নিশ্ছিদ্র রক্ষণভাগ।
এমন পার্থক্য সত্ত্বেও এ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন লিওনেল মেসি। মায়ামির সমর্থকরা এ ম্যাচের জন্য তাই তাকিয়ে রয়েছে মেসির দিকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















