একটা সময় সতীর্থ ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তখন বার্সেলোনায় খেলতেন তারা। বর্তমানে তাদের পথ ভিন্ন। একজন যুক্তরাষ্ট্রে অন্যজন ব্রাজিলে। তবে তাদের ঠিকানা আবার একই হতে যাচ্ছে। মেসির বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি হতে যাচ্ছে সুয়ারেজের বর্তমান ঠিকানা। সুয়ারেজের সঙ্গে তেমন একটা চুক্তি হচ্ছে মায়ামির। এমনটাই জানিয়েছে ইএসপিএন।
৩৬ বছর বয়সী সুয়ারেজ বর্তমানে ব্রাজিলের গ্রেমিও ক্লাবে খেলছেন। গ্রেমিওর সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩১ ম্যাচে ১০ গোল সুয়ারেজের। গোলে সহায়তা করেছেন ১০টিতে।
দুইবারের চ্যাম্পিয়ন গ্রেমিও ২০২১ সালে দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল। এক বছর আগে তারা আবার প্রথম বিভাগে ফিরেছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা পালমেইরাসের থেকে তিন পয়েন্ট পেছনে রয়েছে। হাতে রয়েছে সাত ম্যাচ।
২০২২ সালের ডিসেম্বরে সুয়ারেজের সঙ্গে দুই বছরের চুক্তি হলেও এ বছরেই ক্লাব ছাড়তে পারেন সুয়ারেজ। শেষ পর্যন্ত সুয়ারেজ ইন্টার মায়ামিতে গেলে লিওনেল মেসির পোয়াবারো হবে। আগেই সেখানে মেসির সঙ্গে রয়েছেন তার সাবেক দুই সতীর্থ সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা। ফলে ছোটোখাটো একটা ‘বার্সেলোনা’ হবে ইন্টার মায়ামি।
২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সুয়ারেজ মেসির সঙ্গে বার্সেলোনায় ছিলেন। এ সময়ে বার্সেলোনার হয়ে তিনি চারটি লা লিগা জয় করেছেন। একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও পেয়েছেন।
গত মাসে মায়ামি কোচ টাটা মার্টিনো সুয়ারেজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।