দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচ ম্যাচ হাতে রেখে তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। গত বৃহষ্পতিবার লিওনেল মেসিকে ছাড়াই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে। শুধু এই ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাইয়ে এই সপ্তাহে টানা দুই ম্যাচ মেসিকে ছাড়াই জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।
এমন সাফল্যের পর ৩৭ বছর বয়সী মেসি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সে প্রশ্নটা ক্রমে জোরালো হচ্ছে। এ বিষয়ে দলের কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, এখনো অনেক সময় বাকি। দেখা যাক কি হয়। পরবর্তী বিশ্বকাসে সে খেলবে কি না এ ব্যাপারে সেই সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমরা তাকে কোনোরকম চাপের মুখে ফেলতে চাই না।
বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ দুই ম্যাচে মেসি খেলেননি। ইনজুরির কারণে শেষ মুহুর্তে দল থেকে সরে যেতে বাধ্য হন। এই দুই ম্যাচের প্রথমটিতে অ্যাওয়ে ম্যাচে উরুগুয়েকে হারায় তারা। পরের ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে।
ইনজুরির কারণে বাইরে থাকলেও মেসির ফেরা নিয়ে সতীর্থদের কোনো সন্দেহ নেই। ব্রাজিলের বিপক্ষে এক গোল করা হুলিয়ান আলভারেজ বলেন, মেসি থাকলে আমরা আরো বেশি গোল করতে পারতাম।
মেসির অন্যতম সতীর্থ রদ্রিগো ডি পল বলেন, আমাদের দলের সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন ১০ নম্বর খেলোয়াড়টি আমাদের সঙ্গে থাকে। কেননা সেই সবচেয়ে সেরা খেলোয়াড়।