টানা তিন ম্যাচে পরাজয়ের অভিজ্ঞতা সাধারণ খেলোয়াড়দের জন্য তেমন অস্বাভাবিক নয়। কিন্তু লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারের ক্ষেত্রে এমন ঘটনা সত্যিই বিরল। সম্প্রতি প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের হার, এবং এর আগে ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের কাছে টানা দুটি হার (২-১ ব্যবধানে), মেসিকে এই বিরল পরিসংখ্যানের সামনে দাঁড় করিয়েছে। এটি মেসির ক্যারিয়ারে তৃতীয়বারের মতো টানা তিন হারের ঘটনা।
এর আগে ২০১৪ এবং ২০১৬ সালে বার্সেলোনার হয়ে মেসি দুইবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ২০১৪ সালে জেরার্দো মার্তিনোর অধীনে মেসির বার্সা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, এবং কোপা দেল রে ফাইনালে হারে। ২০১৬ সালে বার্সা একইভাবে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচ হারে।
এবারের হারের ধারা আবার মেসিকে বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড় করিয়েছে। যদি পেরুর বিপক্ষেও আর্জেন্টিনা হারে, তবে এটি হবে মেসির ক্যারিয়ারে প্রথমবার টানা চার ম্যাচের পরাজয়ের রেকর্ড।
এছাড়া মেসির ক্যারিয়ারে দুইবার টানা ছয় ম্যাচ জয়হীন থাকার ঘটনাও রয়েছে—২০১৩ সালের মার্চে এবং ২০২১ সালের জুনে। তবে, টানা চার ম্যাচ হার এড়াতে পেরুর বিপক্ষে মেসির আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতেই হবে।