মেসির ১০ নম্বর জার্সিতেই মেসির রেকর্ড ভাঙলেন হামেস রদ্রিগেজ

লিনেল মেসির ১০ নম্বর জার্সির রেকর্ড ভাঙলেন হামেস রদ্রিগেজ। কোপা আমেরিকায় ১০ নম্বর জার্সিতে দুর্দান্ত ফুটবল উপহার দেন তিনি। তার দুর্দান্ত গোলে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া।

ম্যাচে নান্দনিক ফুটবল উপহার দিয়ে দলের মধ্যমণি হয়ে আছেন হামেস রদ্রিগেজ। নিয়মিত দলকে দেখাচ্ছেন সাফল্য। ছন্দের তুঙ্গে থাকা এই মিডফিল্ডার এবারের আসরে ভেঙ্গেছেন লিওনেল মেসির রেকর্ডও।

এক কোপা আমেরিকাতে এক আসরে সর্বোচ্চ ৬ গোলের অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান এই তারকা। এর আগে এক আসরে সর্বোচ্চ ৫ অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি।

নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট ছিল তার। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিনে করেছেন ১ অ্যাসিস্ট। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি। এরপর পানামার বিপক্ষে ৫-০ গোলে বড় জয়ের ম্যাচে হামেস করেছেন দুই অ্যাসিস্ট। পেয়েছেন এক গোল।

সবশেষ সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ার একমাত্র গোলেও ছিলেন তিনিই। কর্ণার থেকে বল ফেলেছিলেন দূরের পোস্টে। জেফারসন লারমা মাথা ছুঁইয়ে এনে দেন গোল। এর মধ্য দিয়ে মেসির ৫ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক কোপা আসরে ৬ অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান ফুটবলের বড় এই তারকা। ২৩ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয়ের ক্ষেত্রে বুড়ো হামেসই কলম্বিয়ার বাজির ঘোড়া।

Exit mobile version