মেসি কি অলিম্পিক খেলবেন?

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার ফুটবল দল টিকেট পাবে কিনা- তখনো তা ঠিক হয়নি। এমনকি শুরু হয়নি বাছাই পর্বও। অথচ অলিম্পিকের প্রেসিডেন্ট প্যারিস অলিম্পিকে মেসিকে প্রত্যাশা করে বক্তব্য দিয়েছিলেন। দিন কয়েক আগে মেসির দেশ অলিম্পিকে খেলা নিশ্চিত করেছে। তবে মেসি অলিম্পিকে খেলতে পারবেন কিনা- তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।

অলিম্পিকে সাধারণ অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা অংশ নিয়ে থাকেন। তবে বয়স সীমানার বাইরে তিন খেলোয়াড় অন্তর্ভূক্ত করার সুযোগ রয়েছে। সে সুযোগেই মেসিকে দলে চান আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশচেরানো।মেসি খেলবেন কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে তার খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে।

সেই শঙ্কার নাম ইন্টার মিয়ামি। মেসির বর্তমান ক্লাব। অলিম্পিকের পাশাপাশি সামনে রয়েছে কোপা আমেরিকা। দুটো টুর্নামেন্টে খেলতে গেলে মেসিকে অন্তত দুই মাস ক্লাব ফুটবলের বাইরে থাকতে হবে। অথচ মেসিকে ঘিরে ইন্টার মিয়ামি বড় বড় সব স্বপ্ন দেখে চলেছে। এ ব্যাপারে ইন্টার মিয়ামি কোচ টাটা মার্টিনো মুখ খুলেছেন।

অলিম্পিক ও কোপা আমেরিকার সমস্যাটা লিওনেল মেসির একার নয়। এ সমস্যায় আছেন প্যারাগুয়ের দিয়েগো গোমেজ। মেসির সামনে যেমন অলিম্পিক ও কোপা আমেরিকার খেলার সুযোগ রয়েছে তেমনি দিয়েগো গোমেজের সামনেও রয়েছে। এ ব্যাপারে টাটা মার্টিনো বলেন, ‘গোমেজের সামনে অলিম্পিক ও কোপায় খেলার সুযোগ রয়েছে। ভাগ্যক্রমে আমার অনেক বন্ধু রয়েছে এবং আমি তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। এসব খেলোয়াড়দের নিয়ে আমার কোনো সমস্যা নেই। তারা অবশ্যই জাতীয় দলের হয়ে খেলবে, তবে একটা টুর্নামেন্টে। একজন খেলোয়াড় দুই মাস ক্লাব থেকে দূরে থাকতে পারে না।’

মেসি কখন দল ছাড়বে এবং তখন দলের অবস্থা কি হবে সে ব্যাপারে মার্টিনো বলেন, ‌আমরা যাদের দলে চাই তাদের সবাইকে একসঙ্গে আনতে পারি না। আমরা জানি মার্চ মাসে মেসির বদলি খেলোয়াড় দরকার হবে। জুন-জুলাইয়ে প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকা রয়েছে। আসলে খেলোয়াড় সংগ্রহের স্বাধীনতা আমাদের নেই। যখন সে থাকবে না তখন তার পরিবর্তে একজন বা দুইজন খেলোয়াড়ের বিষয় আমাদের বিবেচনা করতে হবে।

Exit mobile version