মেসি কে নতুনভাবে সম্মাননা জানাবে বার্সেলোনা

মেসি

মেসি

বার্সেলোনার ফুটবলের প্রাণ ভোমরা লিওনেল মেসিকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ক্যাম্প ন্যু স্টেডিয়ামের নাম বদলে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’ করার পরিকল্পনা চলছে। এর মাধ্যমে মেসি ও ক্লাবের মাঝের শীতল সম্পর্ক আবারও উষ্ণ করার লক্ষ্য বার্সার কর্মকর্তাদের।

২০০৪ থেকে ২০২১ প্রায় দেড় দশকের বেশি সময় বার্সেলোনার জার্সিতে খেলে গেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ গোলসহ বহু রেকর্ড তাঁর দখলে। তাঁর অর্জিত ৮টি ব্যালন ডি’অরের মধ্যে ৭টিই এসেছে বার্সার খেলোয়াড় থাকা অবস্থায়।

মেসি আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছাড়েন ২০২১ সালের ৫ আগস্ট। খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে তাঁর শেষ উপস্থিতি ছিল ওই বছরের ১৬ মে, লা লিগার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে। প্রায় তিন মাস পর ক্লাবকে বিদায় জানান তিনি চোখভরা জল নিয়ে।

২০২১ সালের আগস্টে বাধ্য হয়ে বার্সা ছাড়েন মেসি এবং যোগ দেন পিএসজিতে। তবে বহুদিন পর নতুন করে সংস্কার করা ক্যাম্প ন্যুতে আবার ফিরেছেন তিনি। সোমবার (১০ নভেম্বর) স্টেডিয়ামে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের গভীর অনুভূতিও প্রকাশ করেন। মেসির ভাষায়, তিনি ফিরে গেছেন এমন এক জায়গায়, যেটিকে তিনি খুব মিস করেন এবং যেখানে তাঁকে বারবার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করানো হয়েছে।

মেসি আরও জানান, একদিন তিনি আবার ক্যাম্প ন্যুতে ফিরতে চান শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে, যা তাঁর ভাগ্যে জোটেনি।

Exit mobile version