২০২৬ বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচের সামনে খেলোয়াড় যাচাই বাছাইয়ের অফুরন্ত সুযোগ। সে সুযোগটা চিলির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ভালোভাবে কাজে লাগিয়েছেন কোচ স্ক্যালোনি। সে পরীক্ষায় সফল তিনি। চিলির বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ীরা। হুলিয়ান আলভারেজ ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন।
এ ম্যাচে মেসি খেলবেন কি খেলবেন না তা নিয়ে সমর্থকদের উদ্বেগের শেষ ছিল না। প্রথম একাদশ দেখে একটু হতাশ হয়েছিলেন তারা। কেননা মেসির জায়গা হয়েছিল অতিরিক্ত বেঞ্চের তালিকায়। শেষ পর্যন্ত সমর্থকদের হতাশ করেননি স্ক্যালোনি। মেসিকে দ্বিতীয়ার্ধে সুযোগ করে দেন। মেসি যোগ হওয়ায় আক্রমণের ধার বেড়েছে কিন্তু গোলের সংখ্যা বাড়েনি।
ম্যাচে আর্জেন্টিনার ছিল একচ্ছত্র আধিপত্য। ম্যাচের ৬৬ ভাগ সময় তারা খেলা নিয়ন্ত্রণ করেছে। তবে ম্যাচের শুরুটা হতে পারতো আর্জেন্টিনার সমর্থকদের জন্য হতাশার। শুরুতেই গোলের একটা সুযোগ পেয়েছিল চিলি। আলেক্সিস সানচেজের নেওয়া শট সে সময় ইমিলিয়ানো মার্টিনেজ রুখে দেন। প্রথমার্ধে স্বাগতিক চিলি এই একবারই আক্রমণের সুযোগ পায়।
এই আক্রমণ রুখে দেওয়ার পর আর্জেন্টিনা ধীরে ধীরে খেলা গুছিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় ১৬ মিনিটে গোল পায় তারা। থিয়াগো আলমেদার চমৎকার পাস থেকে দক্ষতার সঙ্গে আলভারেজ গোল করেন।
দ্বিতীয়ার্ধে দারুণ খেলা উপহার দিয়ে চিলি। এ সময় তারা গোলও পেতে পারতো। কিন্তু তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ।
এ জয়ের ফলে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শেষ করা নিশ্চিত করেছে। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৪। বাছাই পর্বে এ অঞ্চলের দলগুলোর আর তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। চারটি দলের রয়েছে চারটি করে ম্যাচ বাকি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















