মেসি জাদুতে দর্শক সংখ্যায় এমএলএস’র রেকর্ড

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলের হালচিত্র। মেসি ফুটবলের এক নতুন দিগন্ত উপহার দিয়েছেন দেশটিকে। তার পায়ের জাদুতে রেকর্ড গড়েছে মেজর সকার লিগ (এমএলএস)। তার জাদুতে বিষ্ময়করভাবে বিশ্বের সেরা চারটি লিগকে পেছনে ফেলে এমএলএস সবচেয়ে বেশি দর্শক টেনেছে। এমএলএস পেছনে ফেলেছে লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা আর লিগ ওয়ানকে। মেসিদের লিগের চেয়ে শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ বেশি দর্শক টানতে পেরেছে।

মাঠে ও মাঠের বাইরে মেসির ছিল একচ্ছত্র আধিপত্য। মাঠে যেমন জাদু দেখিয়েছেন তেমনি মাঠের বাইরেও ছিল তার প্রভাব। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ম্যাচের টিকিট বিক্রি হতে থাকে হুহু করে। আগে যেখানে স্টেডিয়ামের বেশিরভাগ আসন ফাঁকা থাকতো, এখন সেখানে টিকিট পাওয়াই দুষ্কর।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা বলছে, বরাবরের মত গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দর্শক হয়েছে। ১ কোটি ৪৬ লাখ দর্শক প্রিমিয়ার লিগের ম্যাচ দেখেছে। তারপরেই রয়েছে এমএলএসের স্থান। ১ কোটি ২১ লাখ দর্শক এমএলএস দেখেছে।

তৃতীয় স্থানে বুন্দেসলিগা। ১ কোটি ২০ লাখ দর্শক উপভোগ করেছে এই লিগের খেলা। ১ কোটি ১৬ লাখ দর্শক দেখেছে সিরি আ’র খেলা। পঞ্চম স্থানে লা লিগা। ১ কোটি ৭ লাখ দর্শক উপভোগ করেছে লা লিগার খেলা।

Exit mobile version